বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায়, তারা জনগণকে ভয় পায়, তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায়। অতীতে স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনাও বিএনপির জয়যাত্রা রোধ করতে পরে নাই, এখনও কেউ পারবে না।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছে উল্লেখ করে প্রিন্স বলেন, অপপ্রচার, নির্বাচন প্রলম্বিতসহ সবকিছুই করা হচ্ছে বিএনপির অগ্রযাত্রা রোধ করতে। বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা দেশের সর্বনাশ ডেকে আনছে।
কর্মী সমাবেশে প্রিন্স বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল নয়, জনসম্পৃক্ত দল। বিএনপির বিরুদ্ধে অপতথ্য দেওয়া হলে জনগণ মেনে নেবে না। বিএনপি ও শহীদ জিয়া আওয়ামী লীগ প্রণীত বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করেছিল। বিএনপি আবার সেই সংস্কারসহ যুগের চাহিদা অনুযায়ী জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার করতে অঙ্গীকারাবদ্ধ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে মধুপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , তারাকান্দা উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, মখলেসুর রহমান, আবদুল বাতেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত