মুক্তিযোদ্ধা হেলেন করিমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিনটি পালন করবে তার পরিবার।
প্রয়াত সাংবাদিক এম এ করিমের স্ত্রী হেলেন করিম বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। এছাড়াও তিনি উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সগঠনের সদস্য ছিলেন।
২০১৭ সালের ২ মে হেলেন করিম ইন্তেকাল করেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি চার পুত্র রেখে গেছেন। তার মেজো ছেলে মির্জা মেহেদী তমাল বাংলাদেশ প্রতিদিন’র সিটি এডিটর এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।