১ মার্চ, ২০২৪ ১৩:৪০

বেইলি রোডে আগুনের ঘটনার যথাযথ তদন্ত দাবি নাগরিক ঐক্যের

অনলাইন ডেস্ক

বেইলি রোডে আগুনের ঘটনার যথাযথ তদন্ত দাবি নাগরিক ঐক্যের

রাজধানীর বহুতল ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহতের ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং দুর্ঘটনায় কারণ ও সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন তারা।

শুক্রবার এক যৌথ শোক বার্তায় তারা এ কথা বলেন। দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, এক মৃত্যুকূপে বসবাস করছি আমরা। আর কত মৃত্যুর পর টনক নড়বে রাষ্ট্রের? কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর