রাজধানীর ধানমণ্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে আওয়ামী লীগের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ চলছে। সাইন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান চালানোর সময় আওয়ামী লীগের পার্টি অফিস থেকে আগত নেতাকর্মীরা তাদের উদ্দেশে ইট পাটকেল ছোঁড়ে। এতে মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নেয় পুরো ধানমণ্ডি, সিটি কলেজ, বিজিবি সদর দপ্তর এলাকা ও জিগাতলা।
শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অনেক নিহত ও আহতের খবর পাওয়া যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) রাজধানী ঢাকাসহ সারা দেশে এসব ঘটনায় ৪৭ জন নিহতের খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/শআ