রাজশাহী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কোটা আন্দোলনে গ্রেফতার ২৬৬ জন। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
রাজশাহী মহানগর কোর্ট পরিদর্শক আবদুর রফিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৬৬ জন গ্রেফতার হয়েছিলেন।
এর মধ্যে ১৪ জন ছাত্র ছিলেন। দুপুরে আদালত তাদের সবার জামিন মঞ্জুর করেন। ফলে এ ঘটনায় আর কোনো ছাত্র কারাগারে নেই বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই