ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পে নতুন ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন ইন্সপেক্টর মো. ফারুক। তার আগে ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ পদে টানা আট বছর দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে ঢামেক পুলিশ ক্যাম্পে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নেন মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢামেকে যোগ দিয়েছেন।
সদ্য দায়িত্ব ত্যাগ করা ইন্সপেক্টর বাচ্চু মিয়া ২০১৬ সাল থেকে টানা আট বছর ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জের হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন।
নতুন ইনচার্জ মো. ফারুককে হাসপাতালের পরিচালকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বাচ্চু মিয়া।
এছাড়া, ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মাসুদেরও বদলির সিদ্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ