উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে 'প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী সেবা প্রতিষ্ঠানের (পিসিএসপি) নিবন্ধন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত লটারির মাধ্যমে বাসাবাড়ি হতে বর্জ্য সংগ্রহের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এসব পিসিএসপি নিবন্ধন দেওয়া হয়।
অনুষ্ঠানে ৩, ৫-১৩, ১৬-২০, ২৩-২৯, ৩৩, ৩৫-৩৮, ৪১, ৪৫-৫১, ৫৪-৬৮ ও ৭১ নম্বর ওয়ার্ডের পিসিএসপি'র নিবন্ধন দেওয়া হয়। বাকি ২৪টি ওয়ার্ডে একটি করে আবেদন পাওয়ায় সেসব ওয়ার্ডে পিসিএসপি নিবন্ধনে আজ দুটি জাতীয় দৈনিকে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আজকের এই উন্মুক্ত লটারি পরিচালনায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ