ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান থানার ১৮ নং ওয়ার্ডে এ ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে কালাচাঁদপুর থেকে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন কালাচাঁদপুর সোসাইটির সভাপতি এম এ জব্বার, কালাচাঁদপুর সোসাইটির নেতা দেলোয়ার খান, গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, গুলশান থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন সহ ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র এডিস মশার বিস্তার রোধ করা। ডেঙ্গুর জীবাণুবাহী এ মশা তুলনামূলক পরিষ্কার ও স্বচ্ছ পানিতে বিস্তার করে। বর্ষায় ডেঙ্গুর প্রকোপ থাকে সবচেয়ে বেশি। এ সময় বাড়ির আশপাশে পানি জমে এমন যায়গা, বদ্ধ জলাশয় পরিষ্কার রাখতে হবে। ফ্রিজ ও এসির পানি যেন না জমে থাকে, সেদিকে খেয়াল রাখুন। ফুলের টবে পানি জমতে দেবেন না। অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। দিনে ঘুমালে মশারি ব্যবহার করুন বা অ্যারোসল স্প্রে করুন। ডেঙ্গু মৌসুমে বাইরে গেলে হাত-পা ঢেকে থাকে, এমন পোশাক পরুন। ডেঙ্গু আক্রান্ত রোগীকে সব সময় মশারির ভেতরে রাখুন। ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ার পরপরই চিকিৎসকের পরামর্শ নিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন