রাজধানীর ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, ভোরে কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলেও পরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। তার স্বামীর নাম সাহেব আলী। থাকেন যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়।বিডি-প্রতিদিন/শআ