ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারের সবাইকে ‘লাঞ্ছিত’ হতে হবে। তিনি বলেন, অতিসত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে, তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করা হয়েছে, একইভাবে সরকারের সবাই লাঞ্ছনার শিকার হবেন। তখন ছাত্রজনতাকে পাশে পাবেন না।
আজ দুপুরে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরের পাশে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে শরীফ ওসমান বিন হাদি আরও বলেন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। যে অপরাধে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অপরাধে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না?
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চসহ ছাত্রজনতা বারবার বলছে রাষ্ট্রপতি অপসারণ করতে। কিন্তু বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দল তাদের জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তারা সংবিধানের দোহাই দিয়ে ‘রাষ্ট্রপতি চুপ্পুকে’ ক্ষমতায় রাখতে চাচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে।
শরীফ ওসমান বিন হাদি বলেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। স্পষ্ট ঘোষণা করতে চাই ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে যে রাজনৈতিক দল কোনো কথা বলবে, আমরা তাকে গণশত্রু ঘোষণা করব।
এর আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ নূর হোসেন চত্বরে আসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন