রাজধানী ঢাকায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাদক কারবারি দেলোয়ার হোসেন মিন্টু ওরফে মিন্টু চৌধুরী।
বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৬নং টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মিন্টু চৌধুরী ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড নাপিতখালী মাদ্রাসাপাড়া গ্রামের আবদু শুক্কুরের ছেলে। তিনি স্থানীয় নতুন অফিস বাজার কমিটির কমিটির সভাপতি।
যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলার এফআইআর সূত্রে জানা গেছে, মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টু (৪৭) চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৬নং টোল প্লাজা, লেন এ-২২ এর উত্তর পার্শ্বে পৌঁছলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানকারী দল তাকে ১০ হাজার ইয়াবাসহ আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, মিন্টু আগেও ইয়াবা নিয়ে আটক হয়েছিলেন।
বিডি প্রতিদিন/একেএ