রাজধানীতে পৃথক ঘটনায় বহুতল ভবন থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিরা হলেন-খিলগাঁওয়ের গৃহবধূ নাইমুন নাহার মিতু (২০) ও লালবাগে নির্মাণ শ্রমিক মো. নয়ন মিয়া (২২)। তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
মিতুর শ্বশুর আব্দুল জলিল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, খিলগাঁও সিপাহীবাগ এলাকায় দুপুর ২টার দিকে একটি সাততলা ভবনের ছাদে কাপড় শুকানোর জন্য গিয়ে কোনোভাবে নিচে পড়ে যান মিতু। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এক বছর আগে সম্পর্ক করে ছেলে সাজেদুল ইসলামের সাথে বিয়ে হয় মিতুর। তার শাশুড়ি দুপুরে তাকে খাবার খাওয়ার জন্য ডাকলে মিতু বলেছিল, কাপড়গুলো ছাদে নেড়ে আসছি। কিছু সময় পর জানা যায় মিতু নিচে পড়ে গেছে।
অপরদিকে, লালবাগ থানাধীন আজিমপুরে একটি নির্মাণাধীন ২০তলা ভবনের ১৮তলার ছাদ থেকে পড়ে মো. নয়ন মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কামাল উদ্দিনের ছেলে নয়ন।
সহকর্মী রাহাত জানান, নির্মাণাধীন ভবনে দুপুর সাড়ে ১২টার দিকে কাজ করার সময় ১৮তলা থেকে নিচে পড়ে যান নয়ন। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই