মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শনিবার খুলনা প্রেসক্লাব চত্ত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, শেখ বেলাল উদ্দিনসহ খুলনার কোনো সাংবাদিক হত্যার প্রকৃত তদন্ত ও ন্যায় বিচার হয়নি। আইনের ফাঁকফোকর গলে হত্যাকারীরা বেরিয়ে গেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে অপরাধ বেড়েছে। বক্তারা সকল সাংবাদিক হত্যার পুন:তদন্ত ও বিচার নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে খুলনা প্রেসক্লাবে রিমোর্ট কন্ট্রোল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় বেলাল উদ্দিন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি ঢাকার সিএমএইচ এ তিনি শাহাদাৎবরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল