আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার আজ (৬ মার্চ) ঢাকায় ও আশেপাশের এলাকায় ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
দেশের অন্য এলাকাতেও আজ আকাশে অস্থায়ীভাবে মেঘ দেখা যেতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিডি প্রতিদিন/মুসা