আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে অভিযান চালিয়ে ১৯৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় পরিচালিত অভিযানে ৩৪০টি টহল টিম রাতে ও ৩২৭টি টিম দিনে দায়িত্ব পালন করে। এসব টিমের মধ্যে মোবাইল পেট্রোল টিম ছিল ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। নগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির তত্ত্বাবধানে ৭১টি চেকপোস্ট পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির পাশাপাশি সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সিটিটিসির ১৪টি টহল টিম, এটিইউ-এর ১২টি টহল টিম এবং রাতে র্যাবের ১০টি টহল টিম কাজ করেছে। এছাড়া, এপিবিএনের অধীনে ২০টি চেকপোস্ট পরিচালিত হয়েছে।
ডিসি তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১৬ জন চোর, ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ৩৬ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ১৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, অভিযানে একাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে—একটি পিস্তল, একটি ম্যাগজিন, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের এন্টিকাটার ও অন্যান্য সরঞ্জাম। এছাড়া, ২৫০ গ্রাম গাঁজা ও ৯৫ পিস ইয়াবা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/কেএ