পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। বুধবার সকাল সাড়ে ১০টায় পুরাতন হাইকোর্ট গেটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) এই কর্মসূচির আয়োজন করে। এতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রায় দুই শতাধিক বিভিন্ন গ্রেডের কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল। কর্মসূচিতে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদী অবস্থান নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত। অনেকে চাকরি জীবনের প্রায় ১৫ বছর অতিবাহিত করে- এমনকি উচ্চতর ডিগ্রি, সিনিয়র স্কেল পাস, চাকরি স্থায়ী হওয়াসহ পদোন্নতির সকল শর্ত পূরণ হওয়ার পরেও পদোন্নতি বঞ্চিত রয়েছেন।
ফোরামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল বলেন, বিসিএস গাইনি ২১ ব্যাচের অনেক কর্মকর্তা ২২ বছর চাকরিকাল অতিক্রম করে যোগ্যতার সব শর্ত পূরণ হওয়ার পরও পদোন্নতি পাননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীর প্রত্যক্ষ সহযোগিতায় সুপারনিউমারি পদোন্নতিসহ স্বাভাবিক পদোন্নতির জট খুলতে শুরু করেছে। আমরা আশাবাদী অচিরেই আমাদের দাবিগুলোও মেনে নেবে সরকার।
বিডি-প্রতিদিন/শআ