‘ঘূর্ণিঝড় সিডরের পর উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষকে দেশীয় এবং আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু দেশ অর্থনৈতিকভাবে মধ্যআয়ের দেশে পৌঁছে যাওয়ায় দাতা সংস্থার মানব উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম সংকুচিত হয়ে আসে। করোনা মহামারি এবং বিশ্বে যুদ্ধাবস্থায় গ্রামীণ পর্যায়ের মধ্যমআয়ের এবং নিম্নআয়ের মানুষ আরও পরনির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমান টানাপোড়েনে গ্রামীণ অর্থনৈতিক অবস্থায় বিধবা, স্বামী পরিত্যক্তা এবং নানা কারণে অসহায়-অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে বসুন্ধরা গ্রুপের সহায়তায় উপকূলীয় অঞ্চলের অসহায় নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আমিও একটি সেলাই মেশিন পেয়েছি। আমি শুধু সেলাই মেশিনই পাইনি, দুমুঠো রুটি-রুজির নিশ্চয়তা পেয়েছি। কেউ কারও নয়, এমন সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক নিশ্চয়তা পেয়েছি’- কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভাবের কারণে উচ্চশিক্ষার সুযোগ না পাওয়া মিলি বেগম। কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের বিধবা নারী মিলি। পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাকে। মিলি বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই কন্যা, দুই ছেলের রুটি-রুজির জন্য ডানিডা ও কারিতাস এনজিওর অধীনে রাস্তার মাটি কাটার শ্রমিকের কাজও করেছি। কলাপাড়া শহরে এসে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে দুই মেয়ে দুই ছেলেকে নিয়ে কোনোরকম জীবন চলে। মেয়ে দুটি বিয়ে দিয়েছি। বড় ছেলেকে অনার্স শেষ করিয়েছি। ছোট ছেলে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। এখনো শ্রমিকের কাজ করছি। সন্তানের লেখাপড়ার খরচ আর সংসারের খরচ মেটাতে আমি যখন দিশাহারা তখন বসুন্ধরা শুভসংঘ আমাকে শনাক্ত করে সেলাই মেশিন প্রশিক্ষণ দেয়। সেলাই মেশিন পেয়ে দর্জির কাজ শুরু করেছি। এখন আর অন্যের বাড়িতে কাজ করতে দেয় না সন্তানরা। তাদের জন্য কিছু একটা করতে পারলে মরে গিয়েও শান্তি পাব। বসুন্ধরার দেওয়া সেলাই মেশিন পেয়ে আমার নতুন যুদ্ধ শুরু হলো। আমি বিধবা, আমার জীবন সংসার রক্ষায় যারা এগিয়ে এসেছেন আল্লাহ তাদের রক্ষা ও মঙ্গল করবেন ইনশা আল্লাহ।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ