‘গত কোরবানির পর আর গোস্ত খাই নাই। কয়েক দিন আগে পাশের বাড়িতে গরুর গোস্ত রান্না করছে। হেই ঘ্রাণ পাইয়া আমার আট বছরের মেয়ে ফাতিমা গরুর গোস্ত খাইতে চাইছে। পোড়া কপাল আমার, এক হাজার টাকা মাসিক বেতনে একটা কিন্ডারগার্টেনে চাকরি করি। হেইয়া দিয়া কি গোস্ত কেনা যায়’ কথাগুলো বলে অঝোরে কেঁদেছেন মুন্নি আক্তার। শত বঞ্চনা আর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন বিধবা মুন্নি। তাঁর এমন অসহায়ত্বে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় দরিদ্র বিধবা মুন্নি বিনামূল্যে সেলাই মেশিন উপহার পান। দীর্ঘ সময় ধরে মেশিনটি ঘুরিয়ে ফিরিয়ে দেখেন। আনমনে বলে ওঠেন, ‘আমার সন্তানগো এহন তিন বেলা খাইতে দিতে পারমু’। বরগুনার মুন্নির স্বামী ইসমাইল চার বছর আগে মারা যান। অভাবের সংসারে দুই সন্তান নিয়ে চরম বিপাকে পড়েন মুন্নি। উপায় না পেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চাকরি নেন। কিন্তু তাতে তো আর সংসার চলে না। এমন সময় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ পেয়ে বিনামূল্যে একটি সেলাই মেশিনও উপহার পান। এ উপহারটিই মুন্নি তার একমাত্র পুঁজি ধরে এগিয়ে যেতে চান। ছেলেমেয়েকে দুই বেলা ভাতের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় তার। স্বামী মারা যাওয়ার পর শ্রমজীবী বাবা সোমেদ আলীর আবাসন প্রকল্পের ঘরে থাকেন। মুন্নি বলেন, ‘আমার মাইয়া পোলার অনেক চাওয়াই আমি পূরণ করতে পারি নাই। আইজ আমার সেই আশা পূরণের দিন। এহন আমি বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিন দিয়া কামাই (রোজগার) কইরা বাচ্চাগো পড়ালেহা, খাওয়ার ইচ্ছা পূরণ করমু। আমি নামাজ পইড়া দোয়া করি, আল্লাহ যেন বসুন্ধরারে সামনের দিকে আরও আগাইয়া নিয়া যায়।’
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ