দুটি হাত নেই আবার একটি পা খাটো। শারীরিক প্রতিবন্ধকতা মানিকের জীবনের নিত্যসঙ্গী। মনোবল, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব বাধা। পা দিয়ে লিখেই হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছে মানিক রহমান। শিক্ষা জীবনে একাধিকবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মানিক। ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। দুটো পরীক্ষাতেই পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও পরিবার কখনো তাকে প্রতিবন্ধী ভাবেনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলে এবং সেই দক্ষতা তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। শুধু এসএসসি এইচএসসিই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ এবং জেএসসিতেও একই ফল অর্জন করেন। পা দিয়ে মোবাইল চালানো ও কম্পিউটার টাইপিংয়েও পারদর্শী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার, আজ সেই স্বপ্নপূরণের পথে সে আরও একধাপ এগিয়ে গেল। মানিক বলেন, ‘দুটি হাত না থাকলেও আল্লাহর রহমত, বাবা-মা এবং শিক্ষকদের দোয়া ও সহযোগিতায় আমি সব পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও সফল হয়েছি। আমি চাই ভবিষ্যতে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কিছু করতে। স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর্থিক সংকট। আমার এই পথে এগিয়ে যাওয়ার পেছনে বসুন্ধরা গ্রুপ বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু অর্থনৈতিক সহায়তাই দেয়নি, জুগিয়েছে আত্মবিশ্বাস। যখন পথ হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম, তখন তারা আশার আলো দেখিয়েছে। বসুন্ধরা গ্রুপের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে আমিও অন্যদের পাশে দাঁড়াতে চাই, যেমনভাবে তারা আমার পাশে দাঁড়িয়েছে।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ মে)
- হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল লখনৌ
- এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির
- বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
- বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন ফয়জুল করিম
- টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- তামিম-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের পাহাড়
- ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
- যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন
- নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো গুরুত্ব দিচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা
- এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ
- ৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে: মীর হেলাল
- অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি : ক্ষমা চাইলেন ইশরাক
- পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই : হাসনাত
- আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন
- জবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব
- এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন : বিসিসিআই
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা
- যুবলীগ নেতার দখল করা ফ্লাট উদ্ধারের দাবি নারীর
অদম্য মানিকের আত্মবিশ্বাস জুগিয়েছে বসুন্ধরা গ্রুপ
আব্দুল খালেক ফারুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর