দুটি হাত নেই আবার একটি পা খাটো। শারীরিক প্রতিবন্ধকতা মানিকের জীবনের নিত্যসঙ্গী। মনোবল, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব বাধা। পা দিয়ে লিখেই হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছে মানিক রহমান। শিক্ষা জীবনে একাধিকবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মানিক। ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। দুটো পরীক্ষাতেই পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও পরিবার কখনো তাকে প্রতিবন্ধী ভাবেনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলে এবং সেই দক্ষতা তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। শুধু এসএসসি এইচএসসিই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ এবং জেএসসিতেও একই ফল অর্জন করেন। পা দিয়ে মোবাইল চালানো ও কম্পিউটার টাইপিংয়েও পারদর্শী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার, আজ সেই স্বপ্নপূরণের পথে সে আরও একধাপ এগিয়ে গেল। মানিক বলেন, ‘দুটি হাত না থাকলেও আল্লাহর রহমত, বাবা-মা এবং শিক্ষকদের দোয়া ও সহযোগিতায় আমি সব পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও সফল হয়েছি। আমি চাই ভবিষ্যতে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কিছু করতে। স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর্থিক সংকট। আমার এই পথে এগিয়ে যাওয়ার পেছনে বসুন্ধরা গ্রুপ বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু অর্থনৈতিক সহায়তাই দেয়নি, জুগিয়েছে আত্মবিশ্বাস। যখন পথ হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম, তখন তারা আশার আলো দেখিয়েছে। বসুন্ধরা গ্রুপের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে আমিও অন্যদের পাশে দাঁড়াতে চাই, যেমনভাবে তারা আমার পাশে দাঁড়িয়েছে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
অদম্য মানিকের আত্মবিশ্বাস জুগিয়েছে বসুন্ধরা গ্রুপ
আব্দুল খালেক ফারুক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর