রাজধানীর তেজগাঁও থানাধীন বাংলামোটরের কাছে একটি পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন কারওয়ান বাজারের কাঁচামাল শ্রমিক মোক্তার আলী (৬০)।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, সোমবার (১৯ মে) দিবাগত রাতে মাথায় টুকরি নিয়ে কাঁচামাল বহন করে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন মোক্তার। এসময় একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আলামিন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে কাঁচামাল শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে হলেও বর্তমানে তিনি পরিবারসহ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বসবাস করছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ