পল্টন মডেল থানা পুলিশ সম্প্রতি ৩৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। শনিবার সকালে থানার সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় পল্টন মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, গত ১ মে থেকে ২৩ মে পর্যন্ত পল্টন মডেল থানা পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে এই ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে। থানার এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
হারানো ফোন হাতে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ চোখ মুছতে মুছতে বলেন, মোবাইলটা ফিরে পাব, তা ভাবতেই পারিনি। আবার কেউ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফোনে আমার পরিবারের অনেক স্মৃতি ছিল, ফোনটা পেয়ে মনে হচ্ছে হারানো কিছু ফিরে পেলাম।
পল্টন মডেল থানার সূত্র আরও জানায় যে, গত কয়েক মাসে তাদের থানা থেকে ২৩০টিরও বেশি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল