দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ২৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট গ্রেপ্তার করা হয় ৮৭৫ জনকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৭৫ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪০৯ জন।
এছাড়া অভিযানে উদ্ধার করা হয় শটগান, এলজি, পুরাতন বিদেশি রিভালবার, বিদেশি পিস্তল, গুলিসহ অপরাধের কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র।
বিডি প্রতিদিন/জামশেদ