রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং পরে বাদ মাগরিব গুপ্তপাড়া হোমিওপ্যাথি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে ছোট নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনিছুর রহমান লাকুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপি’র সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই