রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে গতকাল নগরীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন অফিস ফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা। এ ছাড়া যানজটের কবলে পড়ে বিড়ম্বনা পোহাতে হয় অনেক রোগী ও তাদের স্বজনদের। জেলহত্যা দিবস উপলক্ষে বেলা ২টার সমাবেশ ঘিরে বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। এতে ওই এলাকার সঙ্গে সংযুক্ত বিভিন্ন সড়ক মিছিলকারীদের দখলে চলে যায়। একই সঙ্গে নেতা-কর্মীদের বহনকারী গাড়িগুলো সোহরাওয়ার্দীর আশপাশের সড়কে দাঁড় করিয়ে রাখায় ওই এলাকার অন্যান্য গণপরিবহন চলাচল বাধাগ্রস্ত হয়। সমাবেশ শুরুর পর বিকাল সাড়ে ৩টা নাগাদ উদ্যানের বেশির ভাগ ভরে গেলে অনেক নেতা-কর্মী প্রধান সড়কেই জটলা পাকিয়ে অবস্থান নেয়। ফলে যানজট পরিস্থিতি চরমে পৌঁছায়। এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমন ও ফিরে যাওয়ার সময় কাজী নজরুল ইসলাম এভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। মৎস্য ভবনের সামনে, রূপসী বাংলা হোটেল এবং এলিফ্যান্ট রোড-কাঁটাবন মোড় এলাকায় সাধারণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজধানীর মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার শাহবাগ, পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ নগরীর বিভিন্ন স্থানে যানজট চরমে পৌঁছায়। এদিকে বিচ্ছিন্ন ঘটনায় অসুস্থ দুজন হাসপাতালে যাওয়ার সময় যানজটের কবলে পড়ে পথেই মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের একজন জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক (৫০) ও অপরজন পান ব্যবসায়ী আবদুল্লাহ (২৫)। জানা গেছে, গতকাল দুপুরে রাজধানীর ওয়ারীর আর কে মিশন রোডের ৪/৩ নম্বর বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এনামুল হক। বেলা ৩টার দিকে তাকে নিয়ে অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশ্য রওনা হন তার স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে আয়েশা হেলেন। পথে ব্যাপক যানজটের কবলে পড়েন তারা। পরে একটি রিকশা নিয়ে বিকাল সোয়া ৫টায় ঢামেক হাসপাতালে পৌঁছান। এ সময় কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকের কারণে এনামুলের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। শ্যামলীতে দুর্ঘটনায় আহত আবদুল্লাহকে পথচারীরা উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিতে বলা হয়। বেলা দেড়টায় পঙ্গু হাসপাতাল থেকে রওনা হয়ে বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে পৌঁছান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল্লাহর গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ