শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গুলিস্তান ফুটপাথ হকারমুক্ত করার ঘোষণা

১৬ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাথ থেকে হকার উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, গুলিস্তানের রাস্তায় কোনো দোকানপাট ও হকার থাকবে না। গুলিস্তানে ৩ হাজার ২০০ থেকে সাড়ে ৩ হাজার হকার আছে। তাদের তালিকা তৈরি করে নতুন জায়গায় পুনর্বাসন করা হবে। সিটি করপোরেশনকে একটি টোকেন রাজস্ব দিয়ে তারা ব্যবসা করতে পারবেন। গতকাল সকালে নগর ভবনে বাংলাদেশ হকার্স ফেডারেশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন। এ জন্য সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক করে ১৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটিতে হকার্স ফেডারেশনের নেতা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পুলিশের প্রতিনিধি রয়েছেন। মতবিনিময় সভায় হকার্স ফেডারেশনের নেতারা জানান, স্থানীয় রাজনৈতিক নেতা, রাস্তার পাশের মার্কেটের মালিক, পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে থাকেন। এর জবাবে মেয়র বলেন, কাউকে কোনো প্রকার চাঁদা দেবেন না। কেউ চাঁদা নিতে এলে তাকে ধরিয়ে দেবেন। গুলিস্থানকে ‘ক্লিন গুলিস্তান’ হিসেবে প্রতিষ্ঠায় সমস্যার সমাধান যাত্রা শুরু হলো উল্লেখ করে মেয়র বলেন, রাজধানীকে সুন্দর পরিচ্ছন্ন ও বাস-উপযোগী করতে চাই। তাই প্রথমে গুলিস্তান থেকে হকার উচ্ছেদ করা হবে। পর্যায়ক্রমে অন্য ফুটপাথকে হকার মুক্ত করা হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মেয়র গুলিস্তানের রাস্তা ও ফুটপাথ হকারমুক্ত এবং হকার্স ব্যবস্থাপনা ও পুনর্বাসনের লক্ষ্যে ১৬ সদস্যের কমিটি গঠন করেন। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে মেয়রের কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় ডিএসসিসির সচিব খান মো. রেজাউল করিম, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর