শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

ইজিবাইক চলাচল বন্ধ নতুন চেহারায় খুলনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

যেখানে-সেখানে ইজিবাইকের সারি চোখে পড়ছে না। ব্যস্ততম সড়কগুলোতে নেই যানজট। লোক দেখলেই গাড়ির হর্ন, চালকদের হাঁকডাক প্রায় নেই। সারা দিনে কোথাও দুর্ঘটনার খবর নেই— এ যেন যানজট মুক্ত অন্য এক খুলনা মহানগরী।  গতকাল থেকে শহরের ব্যস্ততম কয়েকটি সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ করে দিলে রাতারাতি বদলে যায় খুলনা শহরের দৃশ্যপট। প্রসঙ্গত, খুলনা শহরে ২৫ থেকে ৩০ হাজার ইজিবাইক চলাচল করছিল। এতে একদিকে যানজট ও দুর্ঘটনা বেড়ে যায়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, ইজিবাইক চলাচল বন্ধে অনেকদিন পর খুলনার আগের চেহারা দেখতে পাচ্ছি। পথ চলতে নিয়ন্ত্রণহীন গাড়ির জটলা আর দুর্ঘটনার ভয় কেটে গেছে। তবে মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম মানিক চালকদের রুটি-রুজির স্বার্থে রয়েল মোড়-শিববাড়ি রুট চালু, খালিশপুর-জোড়াগেট রুটের গাড়িগুলোতে নিউমার্কেট পর্যন্ত চলার অনুমতি ও রূপসা-রয়েল মোড়-ফেরিঘাট-শিরোমণি রুটকে পুনর্বিবেচনার দাবি জানান। তিনি আগামী রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলেন।

সর্বশেষ খবর