শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

শান্তি মিশনে যোগ দিতে ১৩৫ নৌ সেনা লেবাননে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৭ (ইউনিফিল) এ যোগ দিতে লেবানন গেছেন বাংলাদেশ নৌবাহিনীর ১৩৫ জন সদস্য। বৃহস্পতিবার রাত ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ বিমানে তারা চট্টগ্রাম ত্যাগ করেন। আগামী ২২ জুন আরও ১৩৫ জন নৌ সদস্য লেবাননে যাওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম  শেরাফুল্লাহ নৌ সদস্যদের বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে কন্টিনজেন্ট কমান্ডার (ব্যানকন-৭) ক্যাপ্টেন মির্জা মামুনুর রশিদ বলেন, ভূমধ্যসাগরে বিগত ছয় বছর বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি টিম সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমরা সপ্তম টিম। ভূমধ্যসাগরে বিশ্বের ছয়টি দেশের সাতটি রণতরী আছে। এর মধ্যে বাংলাদেশের দুটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর