বিভিন্ন সেবা প্রদানকারী ইউটিলিটি বিল ও সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান রাখার প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ওই প্রস্তাব গ্রহণ করে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা থেকে চিঠিটি পাঠানো হয়। দুদকের দেওয়া স্লোগানটি হচ্ছে : ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন।’ সংস্থাটি বলছে, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন : ওয়াসা, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, তিতাস গ্যাসসহ বিভিন্ন কোম্পানি, সরকারি স্ট্যাম্প এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভার প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে ওই স্লোগানটি মুদ্রিত থাকবে। সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এ ধরনের প্রস্তাব সংবলিত একটি চিঠি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় দুদক। সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের সেবার বিল ও সরকারি স্ট্যাম্পে স্লোগান মুদ্রণের উদ্যোগ গৃহীত হলে দুর্নীতির কুফল সম্পর্কে জনগণ সচেতন হবে এবং নৈতিকতার উন্নয়ন ও সততা রক্ষায় অনুপ্রাণিত হবে। চিঠিতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ১৭ (ট) অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে দুদক। এ ছাড়া সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত ‘সততা সংঘ’ এবং মহানগর/জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থার রশিদে স্লোগানটি মুদ্রিত হলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে।
শিরোনাম
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার