বিভিন্ন সেবা প্রদানকারী ইউটিলিটি বিল ও সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান রাখার প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ওই প্রস্তাব গ্রহণ করে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা থেকে চিঠিটি পাঠানো হয়। দুদকের দেওয়া স্লোগানটি হচ্ছে : ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন।’ সংস্থাটি বলছে, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন : ওয়াসা, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, তিতাস গ্যাসসহ বিভিন্ন কোম্পানি, সরকারি স্ট্যাম্প এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভার প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে ওই স্লোগানটি মুদ্রিত থাকবে। সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এ ধরনের প্রস্তাব সংবলিত একটি চিঠি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় দুদক। সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের সেবার বিল ও সরকারি স্ট্যাম্পে স্লোগান মুদ্রণের উদ্যোগ গৃহীত হলে দুর্নীতির কুফল সম্পর্কে জনগণ সচেতন হবে এবং নৈতিকতার উন্নয়ন ও সততা রক্ষায় অনুপ্রাণিত হবে। চিঠিতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ১৭ (ট) অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে দুদক। এ ছাড়া সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত ‘সততা সংঘ’ এবং মহানগর/জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থার রশিদে স্লোগানটি মুদ্রিত হলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে।
শিরোনাম
- শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে : আইন উপদেষ্টা
- ‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’
- ৩১ দফা মানে গণতন্ত্র, আগামীর বাংলাদেশ: আফরোজা আব্বাস
- সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে ‘ধর্ষণ’, দেবর কারাগারে
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯, নিখোঁজ ১৬১
- মুরাদনগরে ট্রিপল মার্ডার: ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
- স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আজও স্বাস্থ্য অধিদপ্তরের ফটক আটকে বিক্ষোভ
- কুলাউড়ায় বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস, জরিমানা
- যারা ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতি চায় : সালাম
- চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
- হজ শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ বাংলাদেশি হাজি
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
সেবার বিলে সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর