বিভিন্ন সেবা প্রদানকারী ইউটিলিটি বিল ও সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান রাখার প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ওই প্রস্তাব গ্রহণ করে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা থেকে চিঠিটি পাঠানো হয়। দুদকের দেওয়া স্লোগানটি হচ্ছে : ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন।’ সংস্থাটি বলছে, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন : ওয়াসা, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, তিতাস গ্যাসসহ বিভিন্ন কোম্পানি, সরকারি স্ট্যাম্প এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভার প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে ওই স্লোগানটি মুদ্রিত থাকবে। সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এ ধরনের প্রস্তাব সংবলিত একটি চিঠি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় দুদক। সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের সেবার বিল ও সরকারি স্ট্যাম্পে স্লোগান মুদ্রণের উদ্যোগ গৃহীত হলে দুর্নীতির কুফল সম্পর্কে জনগণ সচেতন হবে এবং নৈতিকতার উন্নয়ন ও সততা রক্ষায় অনুপ্রাণিত হবে। চিঠিতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ১৭ (ট) অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে দুদক। এ ছাড়া সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত ‘সততা সংঘ’ এবং মহানগর/জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থার রশিদে স্লোগানটি মুদ্রিত হলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
সেবার বিলে সরকারি স্ট্যাম্পে দুর্নীতিবিরোধী স্লোগান থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর