বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গুলশানের স্বপ্ন সুপার শপসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে স্বপ্ন সুপার শপসহ ১৩টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এপিবিএন-৫ এর অপারেশনস অফিসার এসি সাইদুর রহমান বলেন, গতকাল দুপুরে গুলশান-১ এ ‘স্বপ্ন সুপার সপ’ বিএসটিআই অনুমোদনহীন পণ্য ও পচা মাছ বিক্রয় করায় ব্যবস্থাপক রোনালকে ১ লাখ টাকা, ‘ক্যাপরিকন্স্ ওয়ার্ল্ড রেস্টুরেন্ট’ ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ব্যবস্থাপক আল হেলালকে ৩০ হাজার টাকা, গুলশান এভিনিউয়ে ‘সিরাজ মোঘলাই ফেস্ট’ ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে খাবার পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক ফেরদৌস আহমেদকে ২৫ হাজার টাকা, ডিসিসি মার্কেটের ফুটপাতে বিক্রয়ের জন্য মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ‘মা প্লাস্টিক’ এর ব্যবস্থাপক হেলালকে ১০ হাজার টাকা, ‘ভাই ভাই কুকারিস’ এর ব্যবস্থাপক আব্দুল হাকিমকে ৫ হাজার টাকা এবং ‘মাওলা ট্রেডার্স’ এর ব্যবস্থাপক নূর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

এছাড়া পল্লবীর ‘কিউর অ্যান্ড প্রিভেন্টস ফার্মেসি’ মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি করায় ব্যাবস্থাপক মনির হোসেনকে ২০ হাজার টাকা, ‘বাংলা ফুড রেস্তোরাঁ’ নোংরা পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য তৈরি করে পরিবেশন করায় ব্যবস্থাপক হাজী মহিউদ্দিনকে ১৫ হাজার টাকা, ‘সিদ্দিক জেনারেল স্টোর’ একই অপরাধে ব্যবস্থাপক মির্জা জাহিদকে ৫ হাজার টাকা এবং মোতাহার টি-স্টোর’ পণ্যের মোড়ক ব্যবহার ব্যতীত মূল্য প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ব্যবস্থাপক মোতাহার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আবদুল মজিদ ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। এদিকে, র‌্যাব-১ সূত্রে  জানা গেছে, অবৈধভাবে অনুমোদনহীন বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন পণ্য বিক্রয় করার অপরাধে উত্তরার সেক্টর-৪, রোড-১৪/সি এর ‘সপ অ্যান্ড সেভ’ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং একই অপরাধে খিলক্ষেতের নিকুঞ্জ-২, রোড-৬, বাড়ি-১৫ এর ‘স্বপ্ন শপিং সেন্টার’ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোমল পানীয় (পেপসি) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করার অপরাধে খিলক্ষেতের নিকুঞ্জ-২, রোড-১, বাড়ি-১ এর ‘আজোয়া বেক অ্যান্ড পেস্ট্রি’ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে অভিযান পরিচালনা করেন র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ।

সর্বশেষ খবর