শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এবার চীনে চালু হচ্ছে ক্ষুদ্রঋণ

নিজস্ব প্রতিবেদক

চীনে শিগগিরই চালু হতে যাচ্ছে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচি। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার চীনের শীর্ষস্থানীয় জং ইউয়ান ব্যাংকের সঙ্গে গ্রামীণ ট্রাস্টের একটি চুক্তি সই হয়েছে। একই দিন ওই ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং জিয়ংয়ের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউনূস সেন্টারে সাক্ষাৎ করেছে। গতকাল ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জং ইউয়ান ব্যাংক, গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ লিমিটেডের (চীন) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। জং ইউয়ান ব্যাংক কোম্পানির প্রেসিডেন্ট ওয়াং জিয়ং, গ্রামীণ লিমিটেডের (চীন) গাও জান এবং গ্রামীণ ট্রাস্টের জেনারেল ম্যানেজার আবদুল হাই খান এ চুক্তিতে সই করেন। ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এইচ আই লতিফী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনূস সেন্টার জানায়, সামাজিক ব্যবসার নীতিমালা অনুসরণ করে গ্রামীণ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠায় নবগঠিত এই ব্যাংকটিকে সহায়তা করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলো। গ্রামীণ ট্রাস্টের বিশেষজ্ঞদের নিয়ে হেনান প্রদেশের কয়েকটি শাখায় ব্যাংকটি অবিলম্বে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রতিরূপ তৈরির কাজ শুরু করবে। ওই কাজ শেষ হওয়ার পর ব্যাংকটি গ্রামীণ ট্রাস্টের পরামর্শ নিয়ে চীনে দেশব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের কাজ শুরু করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর