শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না : অজয় রায়

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না মন্তব্য করে অধ্যাপক অজয় রায় বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রধর্ম করে ইসলামকে একদিক থেকে অপমান করা হয়েছে।

ধর্ম চর্চা ব্যক্তির নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এই সাবেক অধ্যাপক। খবর বিডিনিউজ।

‘এমনকি গোষ্ঠীরও নয়, আমি ব্যক্তি হিসেবে কোন ধর্ম পালন করব সেটা আমার একেবারে নিজস্ব ব্যাপার।’

গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে অজয় রায় বলেন, আজকে বাংলাদেশ নানা ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) নবম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক অজয় রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর