বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলা হিমাগারে

মর্তুজা নুর, রাবি

ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলা হিমাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সাত বছর পেরিয়ে গেলেও শাস্তি হয়নি কারও। চার্জশিট হলেও কেউ আর খোঁজ রাখেনি মামলার। হিমাগারে চলে গেছে মামলাটি। এই অবস্থায় চার্জশিটভুক্ত বেশিরভাগ আসামিই রয়েছেন জামিনে। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায় শিবিরের অস্ত্রধারী ক্যাডাররা। ঘটনার ২ দিন পরই  একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিলেও ৭ বছরে তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে উঠেনি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে জড়িত শিবিরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা  নিতে পারেনি   রাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বলেন, ‘ফারুক হত্যার পর আরও দুজন রেজিস্ট্রার পরিবর্তন হয়েছে। আমার চোখে কখনো ফারুক হত্যা তদন্ত প্রতিবেদন চোখে পড়েনি।

সর্বশেষ খবর