মেয়রের দায়িত্বে থাকার নয় মাস পরই কারাগার ঠিকানা হয়ে উঠেছিল সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। কারাগারে যাওয়ার পর তার মেয়র পদের সামনে বসে যায় ‘সাময়িক বরখাস্তকৃত’ শব্দটি। প্রায় দুই বছরের কারাজীবন শেষে আরিফ এখন জামিনে মুক্ত। কারাগার থেকে মুক্তির পরই সিলেট বিএনপির প্রভাবশালী এই নেতার পাশে দাঁড়িয়েছেন করপোরেশনের কাউন্সিলররা। সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফ সিটি করপোরেশনের সহযোদ্ধা কাউন্সিলরদের নিয়েই গতকাল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে টানা দুইবারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়রের চেয়ারে বসা নিশ্চিত করেন আরিফ। শপথ নিয়ে দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পর প্রায় ৯ মাস নির্বিঘ্নে কাজ চালিয়ে যান আরিফ। এ সময়ের মধ্যে সিলেট নগরীর জরাজীর্ণ চেহারা বদলে ‘মডেল নগরী’ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় নামেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহযোগিতায় সে প্রচেষ্টায় সফলতাও আসতে থাকে। কিন্তু ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বোমা হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্রে যুক্ত হয় আরিফের নাম। পরোয়ানা জারি হয় আরিফের বিরুদ্ধে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে ঠাঁই হয় তার। উচ্চ আদালত থেকে উভয় মামলায় জামিন নিয়ে গত বছরের জুলাইয়ে মুক্ত হওয়ার প্রহর গুনছিলেন আরিফুল হক চৌধুরী। কিন্তু সুনামগঞ্জে সুরঞ্জিত সেনের জনসভায় বোমা হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক মামলায় আরিফের নাম যুক্ত করে ২০ জুলাই সম্পূরক চার্জশিট দেয় সিআইডি। ২০০৪ সালের ২১ জুনের ওই ঘটনার মামলায় রুদ্ধ হয়ে যায় আরিফের মুক্তির পথ। তবে আইনি লড়াই চালিয়ে যান আরিফ। সেই ধারাবাহিকতায় সবকটি মামলায় জামিন পেয়ে গত ৪ জানুয়ারি কারামুক্ত হন তিনি। মুক্ত আরিফের পাশে দলীয় নেতাদের দেখা না গেলেও সিটি করপোরেশনের কাউন্সিলররা তার কাছ থেকে দূরে সরে যাননি। জেল গেটে সংবর্ধনা জানানো থেকে শুরু করে বিভিন্ন সময়ে তারা ছুটে গেছেন তার কাছে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান আরিফ। তার শ্রদ্ধাঞ্জলিতে কোনো পদবী ছাড়াই কেবলমাত্র তার নাম লিখা ছিল। শহীদ মিনারে আরিফের সঙ্গে বিএনপির কোনো নেতাকে দেখা না গেলেও তার পাশে দাঁড়ান সিটি করপোরেশনের আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত অন্তত ১৪ জন কাউন্সিলর। সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফকে সঙ্গে নিয়ে কাউন্সিলররা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, কারামুক্ত হলেও এখনই মেয়র পদ ফিরে পাওয়ার আইনি লড়াইয়ে নামছেন না আরিফ। তিনি জানিয়েছেন, চিকিৎসা নিয়ে আগে পুরোপুরি সুস্থ হয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নগর ভবনে যাবেন তিনি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
‘মেয়র’ আরিফের পাশে দাঁড়ালেন কাউন্সিলররা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর