বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মেঘনা সিমেন্টের সঙ্গে এফ এল স্মিথের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

সিমেন্ট উৎপাদনের গুণগতমান উন্নয়নে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের সঙ্গে ডেনমার্কের এফ এল স্মিথের চুক্তি হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার্স-১-এ ভার্টিকাল রোলার মিল চালুর বিষয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দেশের সিমেন্ট শিল্পকে আরেক ধাপ এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন ও এফ এল স্মিথ কোম্পানির সিমেন্ট ডিভিশনের প্রেসিডেন্ট প্যার ম্যাজনার্ট ক্রিসটেনসন।

এই চুক্তি সম্পর্কে মো. বেলায়েত হোসেন বলেন, দেশের কল্যাণে আরও উন্নতমানের সিমেন্ট উৎপাদনের জন্য ভার্টিকাল রোলার মিল যুক্ত হচ্ছে। এর ফলে গুণগতমানের সঙ্গে বাড়বে উৎপাদন। ১৯৯৮ সালে প্রথম কোম্পানি হিসেবে বসুন্ধরা গ্রুপ মেঘনা সিমেন্ট মিলস প্রতিষ্ঠা করে। তাই সভ্যতার নির্মাণকে উন্নত করা ও ক্রেতার চাহিদা পূরণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্যার ম্যাজনার্ট ক্রিসটেনসন বলেন, ‘বাংলাদেশের সর্ববৃহৎ মেঘনা সিমেন্ট কোম্পানি লিমিটেডে ভার্টিকাল রোলার মিল চালুর বিষয়ে আমরা সহযোগিতা করব। আমাদের প্রত্যাশা দীর্ঘদিন বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাওয়া।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব উজ-জামান, এফ এল স্মিথ কোম্পানির সিমেন্ট ডিভিশনের বিজনেস হেড টি আর হ্যারি প্রমুখ।

সর্বশেষ খবর