আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ক্লাব সদস্যদের সন্তানদের জন্য শিশু আনন্দ মেলা শীর্ষক শিশুতোষ নানা প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হবে। ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাব চত্বরে বর্ণাঢ্য এ অনুষ্ঠানমালার শুরুতেই ১৩ অক্টোবর সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন, ১১টায় লুডু, সাড়ে ১১টায় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে শিশুদের দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড় এবং ভারসাম্য দৌড় প্রতিযোগিতা। সকাল ১০টায় শুটিং, ১১টায় নারীদের জন্য পিলো পাসিং, দুপুর ১২টায় যেমন খুশি সাজো ও সাড়ে ১২টায় দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া এদিন আরও রয়েছে দুপুরের খাবার, শিশুদের জন্য বিচিত্রানুষ্ঠান, জাদু প্রদর্শনী, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ক্লাব সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ১৫ অক্টোবর বেলা ১১টা থেকে। এর মধ্যে রয়েছে দাবা, এয়ারগান শুটিং, নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা। ১৬ অক্টোবর এবং ১৭ অক্টোবর প্রতিদিন বেলা ১১টা থেকে স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৮ অক্টোবর এবং ১৯ অক্টোবর প্রতিদিন বেলা ১১টায় টেবিল টেনিস প্রতিযোগিতা। রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাতে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা কর্মসূচি বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শিরোনাম
- নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- ‘নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার’
- নোয়াখালীতে ধীরগতিতে নামছে পানি, কয়েকটি গ্রামে বেড়েছে পানি
- লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি
- চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ফাহিমকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান
- সম্পূর্ণ সত্য বললে চৌধুরী মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনাল
- কিউবার প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল: মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর