বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অপটিমিটি প্রতিযোগিতার নিবন্ধন শুরু ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইন্যান্স ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ওয়ান ব্যাংক প্রেজেন্টস অপটিমিটি ২০১৮’। আগামী ১৪ জুলাই থেকে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইন্যান্স ক্লাব সূত্রে জানা গেছে, বিনিয়োগবিষয়ক এ প্রতিযোগিতার প্রথম কর্মশালা অনুষ্ঠিত হবে ২০ জুলাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ভিন্নমাত্রিক প্রতিযোগিতায় অংশগ্রহণকে আরও সহজ করে তোলার জন্য দেশের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয়ে রোড-শোর আয়োজন করা হয়েছে। তিন ধাপবিশিষ্ট এই প্রতিযোগিতায় তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বিনিয়োগের হাতিয়ারের সঠিক ব্যবহার এবং সঠিক বিনিয়োগ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অতিক্রমকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে চূড়ান্ত পর্যায়ে। একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩ অথবা ৪ সদস্যের শিক্ষার্থীর দল অংশগ্রহণ করতে পারবে এ প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় অনলাইন এবং অফলাইন নিবন্ধন ব্যবস্থা রাখা হয়েছে। এবারের আসরের বিজয়ী পাবেন ১ লাখ টাকার পুরস্কার, প্রথম রানার্সআপ পাবেন ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন ৪০ হাজার টাকার পুরস্কার। এই প্রতিযোগিতার বিস্তারিত এনএসইউ ফাইন্যান্স ক্লাবের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর