ছয়টি থানা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গঠিত। এক সপ্তাহের ব্যবধানে পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলির আদেশ এসেছে এসএমপির তিন থানার ওসির। এতে করে অন্যান্য থানার ওসি ও পদস্থ কর্মকর্তাদের মধ্যেও বদলি আতঙ্ক দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার থেকে গত ৩০ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা হিসেবে বিবেচিত কোতোয়ালির ওসি মোশাররফ হোসেনকে রেলওয়ে পুলিশে বদলির আদেশ দেওয়া হয়। একই দিন নগরীর বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির আদেশ আসে। এর ছয় দিন পর এসএমপির শাহপরান (রহ.) থানার ওসি আখতার হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলির আদেশ দেয় পুলিশ হেডকোয়ার্টার। এর মধ্যে গতকাল কোতোয়ালি থানার ওসি মোশাররফ বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। সূত্র জানায়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের পর এক মাসের মধ্যে তিন ওসির বদলি নিয়ে সিলেটে চলছে নানা আলোচনা। অনেকে এটাকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পরাজয়ের শাস্তি হিসেবেও দেখছেন। সিসিক নির্বাচনে কামরানের পরাজয়ের পর অভিযোগ ওঠে, ‘জয় বাংলা’ স্লোগান ও বুকে নৌকা প্রতীকের ব্যাজ লাগিয়ে কয়েকটি কেন্দ্র দখল করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার। এ কাজে আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী ও পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতারও অভিযোগ ওঠে। এদিকে, এসএমপির শাহপরান থানার ওসি আখতার হোসেনকে ‘বিএনপিপন্থি’ বলে অভিযোগ তুলেছে একটি মহল। গত সিসিক নির্বাচনে শাহপরান থানাধীন ২০, ২১, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় সবকটি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী কামরান বিজয়ী হলেও ওসি আখতারের বিরুদ্ধে নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগ তোলার চেষ্টা করছেন কেউ কেউ। ছাত্রাবস্থায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করছেন ওসি আখতার। এসএমপির এই তিন থানার ওসিই বদলির আদেশ স্থগিত করতে পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করেছেন বলে জানা গেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, ‘হেডকোয়ার্টার থেকে তিন ওসির বদলির আদেশ এসেছে। তবে নির্দিষ্ট কোনো কারণে নয়, রুটিনমাফিক এই বদলির আদেশ এসেছে। আদেশ প্রত্যাহার না হলে তাদের যথাসময়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।’
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
সিলেট পুলিশে বদলি আতঙ্ক
এক সপ্তাহে তিন থানার ওসি নতুন কর্মস্থলে
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর