ছয়টি থানা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গঠিত। এক সপ্তাহের ব্যবধানে পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলির আদেশ এসেছে এসএমপির তিন থানার ওসির। এতে করে অন্যান্য থানার ওসি ও পদস্থ কর্মকর্তাদের মধ্যেও বদলি আতঙ্ক দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার থেকে গত ৩০ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা হিসেবে বিবেচিত কোতোয়ালির ওসি মোশাররফ হোসেনকে রেলওয়ে পুলিশে বদলির আদেশ দেওয়া হয়। একই দিন নগরীর বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির আদেশ আসে। এর ছয় দিন পর এসএমপির শাহপরান (রহ.) থানার ওসি আখতার হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলির আদেশ দেয় পুলিশ হেডকোয়ার্টার। এর মধ্যে গতকাল কোতোয়ালি থানার ওসি মোশাররফ বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। সূত্র জানায়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের পর এক মাসের মধ্যে তিন ওসির বদলি নিয়ে সিলেটে চলছে নানা আলোচনা। অনেকে এটাকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পরাজয়ের শাস্তি হিসেবেও দেখছেন। সিসিক নির্বাচনে কামরানের পরাজয়ের পর অভিযোগ ওঠে, ‘জয় বাংলা’ স্লোগান ও বুকে নৌকা প্রতীকের ব্যাজ লাগিয়ে কয়েকটি কেন্দ্র দখল করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার। এ কাজে আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী ও পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতারও অভিযোগ ওঠে। এদিকে, এসএমপির শাহপরান থানার ওসি আখতার হোসেনকে ‘বিএনপিপন্থি’ বলে অভিযোগ তুলেছে একটি মহল। গত সিসিক নির্বাচনে শাহপরান থানাধীন ২০, ২১, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় সবকটি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী কামরান বিজয়ী হলেও ওসি আখতারের বিরুদ্ধে নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগ তোলার চেষ্টা করছেন কেউ কেউ। ছাত্রাবস্থায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করছেন ওসি আখতার। এসএমপির এই তিন থানার ওসিই বদলির আদেশ স্থগিত করতে পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করেছেন বলে জানা গেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, ‘হেডকোয়ার্টার থেকে তিন ওসির বদলির আদেশ এসেছে। তবে নির্দিষ্ট কোনো কারণে নয়, রুটিনমাফিক এই বদলির আদেশ এসেছে। আদেশ প্রত্যাহার না হলে তাদের যথাসময়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।’
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা