বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তারেকের নামে ফের রেড নোটিস দেয়া উচিত : জয়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নতুন করে ইন্টারপোলের রেড নোটিস দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি তার ফেসবুক পেজে গতকাল এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন। 

সজীব ওয়াজেদের জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— ‘রাজাকার, যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের শাস্তি দিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, বিচারে লেগেছে ৪২ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হামলায় আমার পরিবারের সদস্যদের হত্যার বিচার পেতে উচিত ছিল সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট।’ গ্রেনেড হামলার সময় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের পাশে বসা ছিলেন সংগঠনের সহসভানেত্রী নাসিমা ফেরদৌসী। লাশের গাড়ি থেকে ফিরে আসা সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘১৪ বছর পর বিভীষিকাময় ওই হামলার রায় হয়েছে, এটি অত্যন্ত খুশির খবর। তবে রায়ে আমি ততটা সন্তুষ্ট নই। ওই হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত ছিল।

বিএনপি-জামায়াতের সময় তারেকের হুকুমে এ হামলা হয়েছে, আর তাকেই দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড! আমরা আপিল বিভাগের রায়ে তারেক রহমানের ফাঁসি চাই।’ নাসিমা বলেন, ‘শুধু রায় দেওয়াই নয়, দ্রুত রায় কার্যকর হলে নিহতদের আত্মা শান্তি পাবে। আর আমরা যারা ওই ভয়াল হামলার দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছি তারা যেন এ রায়ের দণ্ড দেখে মরতে পারি।’

হামলার শিকার রাশিদা আক্তার রোমা বলেন, ‘১৪টি বছর ধরে দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে। রায়ের মূল হোতা তারেকের ফাঁসি আমাদের প্রত্যাশা ছিল। রায়ে আমরা খুশি হতে পারিনি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’ তিনি বলেন, ‘গ্রেনেড হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মওদুদের বিচার হবে না কেন? তারা দায়িত্ব এড়াতে পারেন না। মির্জা ফখরুল বার বার দাবি করছেন, গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত নন। তাহলে কে জড়িত?’ রায়ে খুশি নন গ্রেনেড হামলায় আহত মো. সম্রাট আকবর সবুজ। তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসি হলেও রায়ে আমি হতাশ। এ ঘটনার মূল পরিকল্পনাকারী তারেক জিয়াকে ফাঁসি দিতে হবে।’ অ্যাডভোকেট কাজী শাহানা ইয়াসমিন বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। আমরা তারেক জিয়ার ফাঁসি চাই।’

সর্বশেষ খবর