১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমকে সভাপতি পদে ও ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিনকে পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সাংবাদিক ফোরামের একক প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে ফোরাম নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ সবার উপস্থিতিতে ঐক্যবদ্ধ এ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে প্যানেলের পক্ষে নির্বাচনের সার্বিক দিক পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জাতীয় প্রেস ক্লাবের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণার আগে ইকবাল সোবহান চৌধুরী যেসব পদে ফোরামের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানান। ফোরামের অন্য প্রার্থীরা হলেন— বাসসের যুগ্মপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক (সিনিয়র সহসভাপতি), বাংলাদেশের খবরের সম্পাদক ক্লাবের বর্তমান সহসভাপতি আজিজুল ইসলাম ভূইয়া (সহসভাপতি), সমকালের নগর সম্পাদক ক্লাবের বর্তমান যুগ্মসম্পাদক শাহেদ চৌধুরী (যুগ্মসম্পাদক), ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য মাঈনুল আলম (যুগ্মসম্পাদক), ভোরের কাগজ সম্পাদক ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত (কোষাধ্যক্ষ)। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির ১০টি সদস্যপদে মনোনয়নপ্রাপ্তরা হলেন— রেজওয়ানুল হক রাজা, শাহনাজ বেগম, শামসুদ্দিন আহমেদ চারু, হাসান আরেফিন, কল্যাণ সাহা, কুদ্দুস আফ্রাদ, আইয়ুব ভূইয়া, আলী হাবিব, রহমান মোস্তাফিজ ও শাহনাজ সিদ্দিকী সোমা।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
জাতীয় প্রেস ক্লাব নির্বাচন
সাইফুল-ফরিদার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় একক প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর