১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমকে সভাপতি পদে ও ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিনকে পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সাংবাদিক ফোরামের একক প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে ফোরাম নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ সবার উপস্থিতিতে ঐক্যবদ্ধ এ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে প্যানেলের পক্ষে নির্বাচনের সার্বিক দিক পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জাতীয় প্রেস ক্লাবের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণার আগে ইকবাল সোবহান চৌধুরী যেসব পদে ফোরামের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানান। ফোরামের অন্য প্রার্থীরা হলেন— বাসসের যুগ্মপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক (সিনিয়র সহসভাপতি), বাংলাদেশের খবরের সম্পাদক ক্লাবের বর্তমান সহসভাপতি আজিজুল ইসলাম ভূইয়া (সহসভাপতি), সমকালের নগর সম্পাদক ক্লাবের বর্তমান যুগ্মসম্পাদক শাহেদ চৌধুরী (যুগ্মসম্পাদক), ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য মাঈনুল আলম (যুগ্মসম্পাদক), ভোরের কাগজ সম্পাদক ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত (কোষাধ্যক্ষ)। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির ১০টি সদস্যপদে মনোনয়নপ্রাপ্তরা হলেন— রেজওয়ানুল হক রাজা, শাহনাজ বেগম, শামসুদ্দিন আহমেদ চারু, হাসান আরেফিন, কল্যাণ সাহা, কুদ্দুস আফ্রাদ, আইয়ুব ভূইয়া, আলী হাবিব, রহমান মোস্তাফিজ ও শাহনাজ সিদ্দিকী সোমা।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
জাতীয় প্রেস ক্লাব নির্বাচন
সাইফুল-ফরিদার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় একক প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর