রাজধানীর খিলগাঁওয়ের লিংক রোডে পিকআপভ্যান চাপায় বাইসাইকেল আরোহী ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই কিশোরের পরিচয় জানা যায়নি। গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কিশোরটিকে একটি পিকআপভ্যান চাপা দিয়ে তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর।
লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু! : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে কামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। গতকাল সকালে বাউলবাগ বস্তির একটি বাসা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।