রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পয়লা বৈশাখেও রাজপথে পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি পরিশোধ, গ্রাচ্যুইটি ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলা নববর্ষের ১ম দিনেও রাজপথে থাকবেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করবেন তারা। খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলনে যোগ দেবেন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া আগামীকাল সকাল থেকে টানা ৯৬ ঘণ্টা মিলের উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করবে শ্রমিকরা। একই সঙ্গে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ করা হবে। বিরতি দিয়ে ২৫ এপ্রিল প্রত্যেক মিলে শ্রমিকসভা অনুষ্ঠিত হবে।

এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে ৭২ ঘণ্টার ধর্মঘট। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে ৮ থেকে ৯ সপ্তাহ মজুরি না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। ৯ দফা দাবি আদায়ে গত ৬ মার্চ ঢাকায় বিজেএমসির সঙ্গে আলোচনা সফল না হওয়ায় টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর