বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামের এমপিরা পাচ্ছেন ১৭ কোটি টাকা

নতুন সরকারের প্রথম বরাদ্দ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরসহ জেলার ১৬ জন সংসদ সদস্যের অনুকূলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি বাস্তবায়নে ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে হিসেবে প্রতিজন সংসদ সদস্য কোটি টাকার অধিক বরাদ্দ পেয়েছেন। উন্নয়ন ও সোলার খাতে পৃথকভাবে এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের অনুকূলে এটিই প্রথম বরাদ্দ। বরাদ্দ দেওয়া অর্থে প্রকল্প গ্রহণ শেষে জেলা কর্ণধার কমিটির অনুমোদন পেলেই অর্থ ছাড় দেবেন জেলা প্রশাসক। আগামী ৩০ জুনের মধ্যে তালিকাভুক্ত প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে ২২ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপপরিচালক (কাবিখা-২) শায়লা ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দ্বিতীয় কিস্তিতে এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সারা দেশের মতো চট্টগ্রামের ১৬টি সংসদীয়  এলাকার জন্য সংসদ সদস্যদের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিজন এমপি উন্নয়ন খাতে ৫১ লাখ ৬২ হাজার ও সোলার খাতে ৫২ লাখ ৬৭ হাজার টাকা করে বরাদ্দ পেয়েছেন। আমরা সংসদ সদস্যদের প্রকল্প তালিকা পাঠানোর জন্য বলেছি।’

 

সর্বশেষ খবর