রাজধানীর মোহাম্মদপুরে ভবন নির্মাণে অনিয়ম উদ্ঘাটনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদপুরের আজিজ মহল্লার জয়েন্ট কোয়ার্টারের বিল্ডিংয়ে রাজউকের নিয়ম অনুসারে রাস্তা ও পয়ঃনিষ্কাশনের জায়গা না ছেড়ে বাড়ি করার অভিযোগে দুদকের একটি টিম গতকাল অভিযান চালায়। দুদক টিম অভিযোগের সত্যতা পেয়েছে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের চট্টগ্রাম অফিসের ডেপুটি রেজিস্ট্রারের স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি টিম অভিযান চালায়। দুদকের কাছে অভিযোগ আসে, ওই দফতরের ডেপুটি রেজিস্ট্রার হারুন-অর-রশিদ সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) অফিস করেন। দুদক টিম ঘটনাস্থলে গিয়ে হাজিরা খাতা পরিদর্শন করে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। শরীয়তপুর সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের তিন মাসের মাঝেই ফাটল দেখা দেওয়ায় এ বিষয়ে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে। দুই সহকারী পরিচালক শাহরিয়ার জামিল ও আবু সাঈদসহ দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ঠিকাদারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই ভবনের নির্মাণকাজ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অংশে ফাটল ধরায় এ ভবন নির্মাণে অনিয়ম হয়েছে মর্মে দুদক টিম নিশ্চিত হয়। টিম উপজেলা প্রকৌশলীর কাছ থেকে এ ভবন নির্মাণসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। খাগড়াছড়ির মানিকছড়িতে হালদা নদীর পার্শ্ববর্তী এলাকায় তামাক চাষের ফলে পরিবেশ ও প্রতিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদকের রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম। দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনে রেলপথ সংস্কারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের টিম।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
দুদকের ঝটিকা অভিযান
পাঁচ স্থানে মিলল অনিয়মের প্রমাণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর