রাজধানীর মোহাম্মদপুরে ভবন নির্মাণে অনিয়ম উদ্ঘাটনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদপুরের আজিজ মহল্লার জয়েন্ট কোয়ার্টারের বিল্ডিংয়ে রাজউকের নিয়ম অনুসারে রাস্তা ও পয়ঃনিষ্কাশনের জায়গা না ছেড়ে বাড়ি করার অভিযোগে দুদকের একটি টিম গতকাল অভিযান চালায়। দুদক টিম অভিযোগের সত্যতা পেয়েছে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের চট্টগ্রাম অফিসের ডেপুটি রেজিস্ট্রারের স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি টিম অভিযান চালায়। দুদকের কাছে অভিযোগ আসে, ওই দফতরের ডেপুটি রেজিস্ট্রার হারুন-অর-রশিদ সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) অফিস করেন। দুদক টিম ঘটনাস্থলে গিয়ে হাজিরা খাতা পরিদর্শন করে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। শরীয়তপুর সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের তিন মাসের মাঝেই ফাটল দেখা দেওয়ায় এ বিষয়ে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে। দুই সহকারী পরিচালক শাহরিয়ার জামিল ও আবু সাঈদসহ দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ঠিকাদারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই ভবনের নির্মাণকাজ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অংশে ফাটল ধরায় এ ভবন নির্মাণে অনিয়ম হয়েছে মর্মে দুদক টিম নিশ্চিত হয়। টিম উপজেলা প্রকৌশলীর কাছ থেকে এ ভবন নির্মাণসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। খাগড়াছড়ির মানিকছড়িতে হালদা নদীর পার্শ্ববর্তী এলাকায় তামাক চাষের ফলে পরিবেশ ও প্রতিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদকের রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম। দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনে রেলপথ সংস্কারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের টিম।
শিরোনাম
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- জুয়ার জালে জড়িয়ে পড়লেন শত শত তুর্কি ফুটবলার, নিষিদ্ধ ১০২৪ জন
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন
- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- রংপুরে ঋতু বৈচিত্র্যে খেয়ালি প্রকৃতি
- যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
- ভূজপুর থানার এসআই অপসারণে আল্টিমেটাম
- প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি লাগবে
- আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে মামুনকে খুন, মূল পরিকল্পনাকারী রনি
- রাজশাহীতে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপিত
- বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
- নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার : রিজভী