রাজধানীর মোহাম্মদপুরে ভবন নির্মাণে অনিয়ম উদ্ঘাটনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদপুরের আজিজ মহল্লার জয়েন্ট কোয়ার্টারের বিল্ডিংয়ে রাজউকের নিয়ম অনুসারে রাস্তা ও পয়ঃনিষ্কাশনের জায়গা না ছেড়ে বাড়ি করার অভিযোগে দুদকের একটি টিম গতকাল অভিযান চালায়। দুদক টিম অভিযোগের সত্যতা পেয়েছে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের চট্টগ্রাম অফিসের ডেপুটি রেজিস্ট্রারের স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি টিম অভিযান চালায়। দুদকের কাছে অভিযোগ আসে, ওই দফতরের ডেপুটি রেজিস্ট্রার হারুন-অর-রশিদ সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) অফিস করেন। দুদক টিম ঘটনাস্থলে গিয়ে হাজিরা খাতা পরিদর্শন করে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। শরীয়তপুর সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের তিন মাসের মাঝেই ফাটল দেখা দেওয়ায় এ বিষয়ে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে। দুই সহকারী পরিচালক শাহরিয়ার জামিল ও আবু সাঈদসহ দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ঠিকাদারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই ভবনের নির্মাণকাজ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অংশে ফাটল ধরায় এ ভবন নির্মাণে অনিয়ম হয়েছে মর্মে দুদক টিম নিশ্চিত হয়। টিম উপজেলা প্রকৌশলীর কাছ থেকে এ ভবন নির্মাণসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। খাগড়াছড়ির মানিকছড়িতে হালদা নদীর পার্শ্ববর্তী এলাকায় তামাক চাষের ফলে পরিবেশ ও প্রতিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদকের রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম। দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনে রেলপথ সংস্কারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের টিম।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
দুদকের ঝটিকা অভিযান
পাঁচ স্থানে মিলল অনিয়মের প্রমাণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর