রাজধানীর মোহাম্মদপুরে ভবন নির্মাণে অনিয়ম উদ্ঘাটনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদপুরের আজিজ মহল্লার জয়েন্ট কোয়ার্টারের বিল্ডিংয়ে রাজউকের নিয়ম অনুসারে রাস্তা ও পয়ঃনিষ্কাশনের জায়গা না ছেড়ে বাড়ি করার অভিযোগে দুদকের একটি টিম গতকাল অভিযান চালায়। দুদক টিম অভিযোগের সত্যতা পেয়েছে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের চট্টগ্রাম অফিসের ডেপুটি রেজিস্ট্রারের স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি টিম অভিযান চালায়। দুদকের কাছে অভিযোগ আসে, ওই দফতরের ডেপুটি রেজিস্ট্রার হারুন-অর-রশিদ সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) অফিস করেন। দুদক টিম ঘটনাস্থলে গিয়ে হাজিরা খাতা পরিদর্শন করে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। শরীয়তপুর সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের তিন মাসের মাঝেই ফাটল দেখা দেওয়ায় এ বিষয়ে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে। দুই সহকারী পরিচালক শাহরিয়ার জামিল ও আবু সাঈদসহ দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ঠিকাদারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই ভবনের নির্মাণকাজ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অংশে ফাটল ধরায় এ ভবন নির্মাণে অনিয়ম হয়েছে মর্মে দুদক টিম নিশ্চিত হয়। টিম উপজেলা প্রকৌশলীর কাছ থেকে এ ভবন নির্মাণসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। খাগড়াছড়ির মানিকছড়িতে হালদা নদীর পার্শ্ববর্তী এলাকায় তামাক চাষের ফলে পরিবেশ ও প্রতিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদকের রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম। দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনে রেলপথ সংস্কারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের টিম।
শিরোনাম
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
দুদকের ঝটিকা অভিযান
পাঁচ স্থানে মিলল অনিয়মের প্রমাণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর