বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা
বিসিএসের প্রিলি. শুক্রবার

৫ হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফলাফলে ৪ হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।

২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন উত্তীর্ণ হন। গত বছরের ১০ অক্টোবর থেকে এর মৌখিক পরীক্ষা শুরু হয়। ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। ইতিমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা কোনো ধরনের ঘড়ি ও গহনা ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি কান খোলা রাখতে হবে। কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, ক্যালকুলেটর, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বইপত্র, মানিব্যাগ, ব্যাংক কার্ড পাওয়া গেলে তা বাজেয়াপ্ত এবং প্রার্থিতা বাতিল ও সব ধরনের নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

সর্বশেষ খবর