শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

একই ব্যক্তিকে একাধিক ভাতা না দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

একই ব্যক্তিকে একাধিক ভাতা না দেওয়ার সুপারিশ

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি একই ব্যক্তিকে একাধিক ভাতা না দেওয়ার সুপারিশ করেছে। কমিটি বলেছে, ভাতাদি দেয়ার ক্ষেত্রে কোন ব্যক্তি যেন কোনোভাবেই একাধিক ভাতা পেতে না পারে- সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. এ. সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা  ও  বেগম আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন। গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দৃষ্টি প্রতিবন্ধীদের চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শ্রুতি লেখক নিয়োগ এবং নিয়োগবিধি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া এদিন সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ বছর করার সুপারিশ করা হয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির সুপারিশও করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ এবং ফেরদৌসী ইসলাম অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর