শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

বাসমতি রেস্টুরেন্ট ও জামানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস, মশলা রাখা ও ফ্রিজে বিপুল পরিমাণ ডালডা ঘি রাখার অপরাধে বাসমতী রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং মেজবানি ও কাবাবের মাংস অস্বাস্থ্যকর পরিবেশে রেখে খাবার তৈরি, ফ্রিজে বাসি খাবার ও কাঁচা মাংস রাখার দায়ে জামান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর  রহমান ও তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

সর্বশেষ খবর