শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

বরিশালবাসীর নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদুল ফিতরের আগে-পরে বরিশালবাসীর নিরাপত্তা মেট্রোপলিটন পুলিশের ২ হাজার সদস্য কাজ করবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের প্রস্তুত করা হয়েছে।  গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বিজয় বিহঙ্গ মোড়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পুলিশ কমিশনার বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ হাজার সদস্য নগরবাসীর নিরাপত্তা, কেনাকাটাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী দুই ভাবে নিরাপত্তা ব্যবস্থা সঁাঁজানো হয়েছে। সভায় ঈদে নৌ পথে অতিরিক্ত যাত্রী বোঝাই না করাসহ অতিরিক্ত ভাড়া আদায় না করা, লঞ্চের টিকিট কালোবাজারি রোধ, থ্রি হুইলার যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, হাসপাতালে জরুরি মুহূর্তে পর্যাপ্ত সেবার ব্যবস্থা রাখা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবা দফতরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকা, সড়ক পথের গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বোঝাই না করাসহ অশুভ প্রতিযোগিতা রোধে নানা পদক্ষেপের কথা জানানো হয়।

সর্বশেষ খবর