বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

ঢাকামুখী মানুষের স্রোত নদীবন্দরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকামুখী মানুষের স্রোত নদীবন্দরে

ঈদের বন্ধ এবং সরকারি সাপ্তাহিক ছুটি শেষে আজ খুলছে গার্মেন্ট। এ কারণে গতকাল বরিশাল নদীবন্দরে ছিল কর্মস্থলমুখী মানুষের স্রোত। অতিরিক্ত যাত্রী বোঝাই করে গতকাল বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ২০টির বেশি সরকারি-বেসরকারি লঞ্চ-স্টিমার। আজ পর্যন্ত অতিরিক্ত যাত্রীর ভিড় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের পরদিন ৬ জুন থেকেই প্রিয়জনকে ছেড়ে রাজধানীমুখী হতে শুরু করে দক্ষিণাঞ্চলের মানুষ। গত ৫ দিন ধরে বরিশাল নদীবন্দর থেকে লাখ লাখ যাত্রী বিশাল বিশাল অত্যাধুনিক লঞ্চ বোঝাই করে রাজধানীতে ফিরেছে। গতকালও বরিশাল নদীবন্দরে ঢাকামুখী অতিরিক্ত যাত্রীদের স্রোত দেখা গেছে। নদীবন্দর ঘুরে দেখা গেছে, বিকাল ৪টার আগেই বন্দরে নোঙ্গর করা ১৮টি বেসরকারি লঞ্চের ডেক যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। লঞ্চ ছাড়তে তখনো বাকি ছিল ৩ থেকে ৪ ঘণ্টা। লঞ্চের কলম্যানরা যাত্রীদের ডেকে ডেকে লঞ্চে তুলছিল। কানায় কানায় পূর্ণ হওয়ার পরও অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। কেবিনের যাত্রী ছিল নির্ধারিত। বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, নদীবন্দরে যাত্রীদের শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই রোধে প্রতিটি লঞ্চে নজরদারি করা হচ্ছে। এদিকে নদীবন্দরে গতকালও নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর