বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
মানহীন পণ্য বিক্রি

বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ৫৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ সূত্র জানায়, গতকাল মোহাম্মদপুরের রিংরোড এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করায় অনফায়ার রেস্টুরেন্টেকে ২ লাখ ও কালোজিরা রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুর রহমান।

র‌্যাব-১০ সূত্র জানায়, মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারে ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মানহীন পণ্য বাজারজাত করার দায়ে সাপুয়ান এন্টারপ্রাইজ, আজিম ট্রেডিং, মা ইমিটেশন জুয়েলারি, রফিক ব্রাদার্স এবং সালমান এন্টারপ্রাইজ প্রভৃতি প্রসাধনী দোকান মালিকদেরকে ৪৮ লাখ টাকা জরিমানাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ-, ৫টি দোকান ও ৭টি গোডাউন সিলগালা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

 এ ছাড়া প্রায় ২ কোটি টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করে তা ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর