সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০৪১ সাল নাগাদ সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি স্যোশাল ওয়েলফেয়ার স্টেটে পরিণত করতে যাচ্ছি আমরা। উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি এবং কল্যাণমূলক রাষ্ট্রে উন্নীত হওয়ার এ প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় বেসরকারি সংস্থা রেড-অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স আয়োজিত ‘জার্নালিস্টস ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, একটি নিউজ পোর্টালে সুপ্রিম কোর্টে নেই পিরিয়ডকালীন টয়লেট ব্যবস্থা শিরোনামে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তা স্থাপনে উদ্যোগী হয়েছে। মানুষের মনন তৈরি, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করা ও ভাষাহীনদের ভাষা প্রকাশের ক্ষেত্রেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে নারী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন সাংবাদিককে সনদ ও এ বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য ১০ জনকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ খবর